মোকামতলা (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জে তালগাছ থেকে পড়ে আহত মোস্তফা রহমান (৪৫) মারা গেছেন। তিনি উপজেলার দেউলী ইউনিয়নের বিয়ারপুর গ্রামের বাসিন্দা।
জানা যায় মোস্তফা গত শনিবার তার নিজ বাড়ির তালগাছে উঠে ডগা কাটছিল। এসময় অসাবধানতাবসত গাছ থেকে পড়ে গুরুতর আহত অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরের দিন গত রোববার সন্ধ্যা ছয়টায় তার মৃত্যু হয়।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।