ভিডিও

বাগজানায় অগ্নিকান্ডে ৪টি ঘর ভস্মিভূত

প্রকাশিত: মার্চ ০৪, ২০২৪, ০৯:০৩ রাত
আপডেট: মার্চ ০৪, ২০২৪, ০৯:০৩ রাত
আমাদেরকে ফলো করুন

বাগজানা (জয়পুরহাট) প্রতিনিধি : পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়নের জীবনপুর গ্রামের বেলায়েত হোসেনের বাড়িতে অগ্নিকান্ডে ৪টি ঘর ভস্মিভূত হয়েছে।

বাগজানা ইউনিয়ন চেয়ারম্যান নাজমুল হক বলেন,গত ২ মার্চ দিনগত রাত ৩ টার দিকে ওই বাড়িতে আগুন লাগে। এ সময় বাড়িতে একজন ছাড়া আর কেউ ছিলেন না। আগুন লাগার বিষয়টি টের পেয়ে তিনি দ্রুত বাইরে গিয়ে চিৎকার করে লোকজন ডাকেন এবং পাঁচবিবি ফায়ার সার্ভিস অফিসে ফোন করেন।

খবর পেয়ে ফায়ার কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রনে আনে। তবে তার আগেই মাটির তৈরি বাড়িটির ৪টি ঘরসহ আসবাব পুড়ে যায়।

পাঁচবিবি ফায়ার সার্ভিস সূত্র জানায়,অগ্নিকান্ডের খবর পেয়ে তাৎক্ষণিক সেখানে গিয়ে আগুন নিভিয়ে ফেলা হয়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে। এতে আনুমানিক ২ লাখ টাকার ক্ষতি হয়েছে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS