গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি : রাজশাহীর গোদাগাড়ীতে কালোসোনা খ্যাত পেঁয়াজের বীজ (থোকা) চারা কেটে নষ্ট করেছে। উপজেলার গোদাগাড়ী ইউনিয়নের উচলপাড়ায় তিন বিঘা জমিতে পেঁয়াজের বীজ তৈরির জন্য চারা রোপণ করে। প্রতিটি চারায় বীজের থোকা ধরেছিল।
১৫-২০ দিনের মধ্যে কাটা মাড়াই শেষে পেঁয়াজ বীজ সংরক্ষণ করা যেত। এমন সময় শক্রতার জেরে দুর্বত্তরা তিন বিঘা পেঁয়াজ বীজের চারার মুড়ি কেটে নষ্ট করে দিয়েছে। এ ঘটনায় কৃষক মো. আব্দুল্লাহ গোদাগাড়ী থানায় সাধারণ ডায়েরি করেছে।
গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুল মতিন বলেন, সাধারণ ডায়েরি সন্দেহভাবে দুইজনের নাম রয়েছে। তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
গত বৃহস্পতিবার উপজেলা কৃষি কর্মকর্তা মরিয়ম আহমেদ ক্ষতিগ্রস্ত পেঁয়াজ বীজের জমি পরিদর্শন করে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।