সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি : সারিয়াকান্দিতে ৩ দিন ব্যাপি ৬ষ্ঠ স্কাউটিং সমাবেশ শুরু হয়েছে। গত শুক্রবার সকালে উপজেলা চত্বরে এ সমাবেশটি শুরু হয়েছে। আজ শনিবার (৯ মার্চ) সকালে এ স্কাউটিং সমাবেশের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুর রহমান।
আগামীকাল রোববার সকালে শেষ হবে। আগামীকাল রোববার এ সমাবেশের চূড়ান্ত মহড়া এবং রাতে সমাপনি অনুষ্ঠান হবে। এ স্কাউটিং সমাবেশ এবং ৬ষ্ঠ স্কাউট ক্যাম্পুরিতে উপজেলার ১৬৮ টি প্রাথমিক বিদ্যালয় এবং ৪৩ টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা সহযোগিতা করছেন এবং প্রায় শতাধিক স্কাউটিং দলের ক্যাম্প স্থাপন করা হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।