ভিডিও

ঘোড়াঘাটে ব্যক্তি উদ্যোগে ৫ শতাধিক ময়লার ঝুঁড়ি বিতরণ

প্রকাশিত: মার্চ ১০, ২০২৪, ১১:৩২ রাত
আপডেট: মার্চ ১০, ২০২৪, ১১:৩২ রাত
আমাদেরকে ফলো করুন

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের ঘোড়াঘাটে শবনম হক নামে এক নারীর ব্যক্তি উদ্যোগে সচেতনতামূলক কর্মসূচির অংশ হিসেবে ৫ শতাধিক ময়লার ঝুঁড়ি বিতরণ করা হয়েছে। আজ রোববার (১০ মার্চ) বিকেলে উপজেলা বাসস্ট্যান্ডে ঝুঁড়ি বিতরণের উদ্ভোধন করা হয়।

শবনম হক বলেন, উপজেলার অধিকাংশ দোকানপাটের আশেপাশে ময়লা ফেলার কোনো ডাস্টবিন বা ঝুঁড়ি নেই। যদি থাকে তাহলে অনেকেই অপ্রয়োজনীয় জিনিসপত্র ও ময়লা আবর্জনা যত্রতত্র না ফেলে নির্দিষ্ট একটি পাত্রে ফেলতে উৎসাহিত হবে।

এতে এলাকার উন্নত একটি পরিবেশ তৈরি হবে। মূলত এ ধারণা থেকেই এ উদ্যোগ গ্রহণ করা। ইতোপূর্বেও একাধিক হাটবাজারে ১ হাজারের উর্দ্ধে ঝুঁড়ি বিতরণ করা হয়েছে।

এ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি। শবনম হক উপজেলার কানাগাড়ী গ্রামে আছলামুল হকের স্ত্রী ও একই এলাকার বাসিন্দা।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS