মফস্বল ডেস্ক : নাটোরের বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় জাহিদ আলী (২৭) নামে ট্রাক চালকের সহকারী নিহত হয়েছেন। সড়কে দাঁড়িয়ে পড়া একটি ট্রাকে পেছন থেকে আরেকটি ট্রাক ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
আজ বৃহস্পতিবার (১৪ মার্চ) সকাল ৭টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে আগ্রান তেল পাম্প এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত জাহিদ আলী কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার গনিপুর গ্রামের জশিম উদ্দিনের ছেলে।
দুর্ঘটনায় কবলিত ট্রাকচালক জুয়েল আলী বলেন, ‘চট্টগ্রাম থেকে খেজুর বোঝাই ট্রাক (ঢাকা মেট্রো-ট ১৩-৮৬৬০) নিয়ে রাজশাহী যাচ্ছিলাম। পথে নাটোরের বড়াইগ্রামের আগ্রান এলাকায় পৌঁছালে সামনে থাকা একটি ট্রাকের (ঢাকা মেট্রো-ট ২৪-৩০৩১) চাকা বিকল হওয়ায় ট্রাকটি সড়কের ওপর দাঁড়িয়ে পড়ে। এ সময় নিয়ন্ত্রণ করতে না পারায় সামনের ট্রাকের পেছনে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই জাহিদ আলী নিহত হন।
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান জানান, মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে। একটি ট্রাক জব্দ করা হয়েছে, অপরটি পালিয়ে যায়।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।