ভিডিও

সিরাজগঞ্জে ৩৫০ বোতল ফেনসিডিলসহ তিন মাদক কারবারি আটক

প্রকাশিত: মার্চ ১৪, ২০২৪, ০৫:৫৮ বিকাল
আপডেট: মার্চ ১৪, ২০২৪, ০৯:২২ রাত
আমাদেরকে ফলো করুন

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি : সিরাজগঞ্জ জেলার সদর থানা এলাকায় অভিযান চালিয় ৩৫০ বোতল ফেনসিডিলসহ ৩ জন মাদককারবারি আটক করা হয়েছে। বৃহস্পতিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২'র সদস্যরা সিরাজগঞ্জ বঙ্গবন্ধু সেতুর পশ্চিম থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় মাদক কাজে ব্যবহৃত ৩টি মোবাইল, ৭৬৫০ টাকা ও একটি ট্রাক জব্দ করা হয়। 

আটককৃতরা হলো- দিনাজপুর জেলার বৈইকন্ঠপুর গ্রামের মৃত দইয়ারের ছেলে মো. শফিকুল ইসলাম, কুমিল্লা জেলার লক্ষণপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে নাইম হোসেন ও ফরিদপুর জেলার চরদোয়াইল গ্রামের মৃত মুসলিম মোল্লার ছেলে স্বপন মোল্লা। 

র‌্যাব-১২ অধিনায়ক মো. মারুফ হোসেন জানান, গ্রেফতারকৃত আসামিরা দীর্ঘদিন যাবত বড় বড় মাদকের চালান সিরাজগঞ্জ জেলাসহ দেশের বিভিন্ন জেলায় পিকআপযোগে তাদের ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল। আটককৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS