ভিডিও

বগুড়ার রুচিতা হোটেলের ২ লাখ টাকা জরিমানাসহ হোটেল সীলগালা (ভিডিওসহ)

বিপুল পরিমাণ মরা-পঁচা মুরগি সংরক্ষণ

প্রকাশিত: মার্চ ১৫, ২০২৪, ০৯:১১ রাত
আপডেট: মার্চ ১৬, ২০২৪, ১১:৩৬ দুপুর
আমাদেরকে ফলো করুন

স্টাফ রিপোর্টার : বগুড়া শহরের নবাব বাড়ি সড়কের  রুচিতা হোটেল এন্ড রেস্টুরেন্টের ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে এবং একই সাথে হোটেলটি সীলগালা করে দেওয়া হয়েছে।

মরা মুরগির পঁচা মাংস সংরক্ষণ ও বিক্রির উদ্দেশ্যে প্রক্রিয়াজাতকরণের অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল ইসলাম রিজভী আজ শুক্রবার (১৫ মার্চ) সন্ধ্যায় এই দন্ড প্রদান করেন।

বগুড়া জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক ইফতেখারুল ইসলাম রিজভী জানান, দুপুরে রুচিতা হোটেল থেকে মিলন চন্দ্র মোহন্ত নামে এক কর্মচারী ৩০ কেজি ব্রয়লার মুরগির মাংস নিয়ে ফতেহ আলী বাজারে প্রক্রিয়াজাত করতে যায়। এসময় বাজারের লোকজন মুরগিগুলো মরা ও পঁচা বলে অভিযোগ করে প্রশাসনকে খবর দেয়।

পরে খবর পেয়ে সেখানে গিয়ে দেখা যায় মুরগিগুলো মরা ও পঁচা যা খাওয়ার অযোগ্য। তিনি জানান, এসব অপরাধে রুচিতা হোটেলকে দুই লাখ টাকা জরিমানা এবং সিলগালা করা হয়৷ অভিযানের সময় বগুড়া জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তা মো: রাসেল ছাড়াও বগুড়া পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর শাহ আলী খান ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS