পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড় জেলা শহরের ধাক্কামারা এলাকার করতোয়া ফিলিং স্টেশনের সামনে থেকে ২৭ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে পঞ্চগড় সদর থানা পুলিশ। আজ রোববার (১৭ মার্চ) সকালে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- ঠাকুরগাঁও জেলার ভুল্লী থানার লাউথুতি গ্রামের মো. মোজ্জামেল হক(৪৫) ও তার স্ত্রী মোছা. রওশন আরা বেগম (৪০)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ রোববার (১৭ মার্চ) সকাল সাড়ে ৮ টায় পঞ্চগড় সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. রঞ্জু আহমেদ ও পরিদর্শক (অপারেশন) প্রবীর চন্দ্র সরকারের নেতৃত্বে পুলিশের একটি দল করতোয়া ফিলিং স্টেশনের সামনে থেকে ২৭ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করে।
পঞ্চগড় সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. রঞ্জু আহমেদ জানান, এ ব্যাপারে থানায় মাদকদ্রব্য আইনে নিয়মিত মামলা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।