ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ রোববার (১৭ মার্চ) সদর উপজেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে প্রতিষ্ঠানসমূহকে জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শেখ সাদী।
জানা যায়, সদর উপজেলার ভুল্লী বাজারের আরিফ স্টোরকে ৩ হাজার, একই এলাকার নিউ কেয়ার হোমিও হলকে ২ হাজার এবং বাজারের মৌচাক হোটেলকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
ওইদিন সদর উপজেলার বিভিন্নস্থানে মূল্য তালিকা পরিদর্শন ও ধার্যকৃত মূল্যের অধিক মূল্যে পণ্য বা সেবা বিক্রি না করা, ভেজাল ও নকল পণ্য উৎপাদন ও বিক্রি না করার বিষয়ে অভিযান পরিচালনা করা হয়।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।