কাহালু (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার কাহালুতে বিষাক্ত ট্যাবলেট খেয়ে জাহিদ হাসান প্রামানিক (২৫) নামের এক যুবক আত্মহত্যা করেছে। গতকাল শনিবার দুপুরে উপজেলার কালাই ইউনিয়নের ছোট ভাদাহার গ্রামে এই ঘটনা ঘটে। সে ওই গ্রামের মিজানুর রহমান প্রামানিকের ছেলে।
জানা গেছে, ঘটনার দিন সকালে জাহিদ বাড়ির পাশে একটি বাঁশ ঝাড়ের মধ্যে বিষাক্ত ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পড়ে। এরপর প্রথমে তাকে দুপচাঁচীয়া উপজেলা হাসপাতালে ও পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাবার পথে দুপুর ১২টার দিকে সে মারা যায়।
কাহালু থানার পুলিশ জাহিদের মরদেহ ময়নাতদন্তের জন্য আজ রোববার (১৭ মার্চ) সকালে বগুড়া মর্গে পাঠিয়ে দেয়। এ বিষয়ে কাহালু থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।