ভিডিও

সতেরো বছর পর উল্লাপাড়ার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

প্রকাশিত: মার্চ ১৭, ২০২৪, ০৭:৫২ বিকাল
আপডেট: মার্চ ১৭, ২০২৪, ০৭:৫২ বিকাল
আমাদেরকে ফলো করুন

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি : অস্ত্র মামলায় ১৭ বছর সাজাপ্রাপ্ত পলাতক আসামি জাহিদুল ইসলামকে (৩৭) সিরাজগঞ্জের উল্লাপাড়া মডেল থানা পুলিশ গ্রেফতার করেছে। নারায়ণগঞ্জ শহরে বিশেষ অভিযান চালিয়ে গতকাল শনিবার গভীর রাতে তাকে গ্রেফতার করা হয়। জাহিদুল উল্লাপাড়া উপজেলার চরমোহনপুর দাসপাড়া গ্রামের হাশেম আলী বিশ্বাসের ছেলে।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম জানান, জাহিদুল ইসলাম অবৈধ অস্ত্র সংরক্ষণ করতেন। ২০১৮ সালে পুলিশ তাকে  অস্ত্র ও গুলিসহ  গ্রেফতার করে  এবং উল্লাপাড়া থানায়  তার বিরুদ্ধে অস্ত্র মামলা দায়ের করে।

পরে তিনি জামিনে মুক্তি পান। জামিনে ছাড়া পাওয়ার পর থেকে পলাতক ছিলেন তিনি। ২০২২ সালে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত জাহিদুলকে ১৭ বছর কারদন্ড প্রদান করেন। গতকাল রোববার জাহিদুল ইসলামকে সিরাজগঞ্জ জেলে পাঠানো হয়েছে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS