বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রাম উপজেলায় মিলের চুরি যাওয়া চারটি মিটার ২৪ হাজার টাকায় ফিরে পেলেন মিল মালিকরা। চোরের দেয়া শর্ত মোতাবেক উপজেলার কয়েন গ্রামের শস্যক্ষেতের মাঝ থেকে গতকাল সোমবার বিকেল পাঁচটার দিকে মিটারগুলো পেলেন মালিকরা।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কয়েন গ্রামের মিজানুর রহমান মজনু শাহ্র ধান ও তেলমিল থেকে ২টি, নাসিম মোল্লার ধানমিল থেকে ১টি ও সবুজ আলীর চিড়ামিল থেকে ১টি মিটার গত ১৬ মার্চ দিবাগত রাতে চুরি যায়।
মিটারগুলো অরক্ষিত অবস্থায় বৈদ্যুতিক পোলের সাথে সংযুক্ত থাকে। তবে চোর মিটারের স্থলে যোগাযোগের জন্য চিরকুটে বিকাশ নম্বর লিখে রেখে যায়।
পরবর্তীতে ফোনে দর কষাকষির পর মালিকরা টাকার বিনিময়ে ফিরে পান মিটারগুলো। চোরদের শর্ত মোতাবেক ভুক্তভোগীরা থানায় জিডি বা অন্য কোন স্থান থেকে মিটার ক্রয় করেননি।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।