ভিডিও

বর্তমান সরকার সারদেশে ধর্মীয় প্রতিষ্ঠানের উপর বেশি গুরুত্ব দিয়েছেন : এমপি নান্নু

প্রকাশিত: মার্চ ২২, ২০২৪, ১০:৪৬ রাত
আপডেট: মার্চ ২২, ২০২৪, ১০:৪৬ রাত
আমাদেরকে ফলো করুন

গাবতলী (বগুড়া) প্রতিনিধি : বগুড়া-৭ আসনের এমপি অধ্যাপক ডাঃ মোস্তফা আলম নান্নু বলেছেন, বর্তমান সরকার সারদেশে ধর্মীয় প্রতিষ্ঠানের উপর বেশি গুরুত্ব দিয়েছেন। প্রত্যেক মুসলিমকে আল্লাহ এবং রাসুলের পথকে অনুসরণ করে চলতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার প্রতিটি উপজেলায় একটি করে মডেল মসজিদ নির্মাণ করেছে।

আজ শুক্রবার (২২ মার্চ) বগুড়া গাবতলীর নাড়ুয়ামালা ইউনিয়নের হামিদপুর গ্রামে আহলে হাদিসের উদ্যোগে আল কুরআন হাফেজিয়া ক্বওমি মাদরাসা ও এতিমখানার উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন গাবতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান রফি নেওয়াজ খান রবিন, নাড়ুয়ামালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল গফুর মন্ডল, মাদরাসা ও এতিমখানার সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আমজাদ হোসেন মন্ডল মোহরী, সেক্রেটারি আলহাজ্ব মোহাম্মদ আনোয়ারুল হক রাজু, মাওলানা আমিনুল এহসান আব্দুল্লাহ বিন উবনে কাজেম শামীম, সমাজসেবক লাল মিয়া, শাহাদাৎ হোসেন, তোতা মিয়া, আফছার আলী,  দেলোয়ার হোসেন, বাটুল মন্ডল, সৈয়দ কাফি প্রমুখ।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS