সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি : সিরাজগঞ্জে পবিত্র মাহে রমযান মাস উপলক্ষে সাধারণ ক্রেতাদের মাঝে স্বল্পমূল্যে দুধ, ডিম, ঘোল, মাঠা, ঘি ও মাংস বিক্রি কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
আজ সোমবার (২৫ মার্চ) সকালে সিরাজগঞ্জ বাজার স্টেশন চত্বরে জেলা প্রশাসন ও প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে এ কার্যক্রম শুরু করা হয়। জেলা প্রাণিসম্পদ কর্মকতা ডা. মো. ওমর ফারুক প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ প্রশিক্ষণ অফিসার ডা. মো. হাবিবুর রহমান, মূখ্য বৈজ্ঞানিক কর্মকতা ডা. রশনী আক্তার, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আলমগীর হোসেন, ভেটেরিনারী কর্মকতা মো. শাহাবুদ্দিন প্রমুখ।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।