বাগাতিপাড়া (নাটোর) সংবাদদাতা : নাটোরের বাগাতিপাড়ায় পুকুরের পানিতে ডুবে নিহা ইসলাম নামের চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (২৬ মার্চ) অনুমানিক সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার শ্রীরামপুর গ্রামে এ ঘটনা ঘটে। শিশু নিহা ওই গ্রামের সুজন আলী ও রাখি দম্পতির মেয়ে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, শিশুটির মা কাপড় ধোয়ার জন্য নিহাকে সাথে নিয়ে বাড়ির অদূরে পুকুরে গিয়েছিল।
কিছু সময় পরে নিহার দাদি নিহার খোঁজ করলে তাকে খোঁজাখুঁজি করে না পেয়ে ওই পুকুরে গিয়ে পানিতে ডুবে থাকা অবস্থায় দেখতে পায়। পরে তাকে উদ্ধার করে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।