চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় আব্দুর রহিম ওরফে ভদু (৭৫) নামে বৃদ্ধ কৃষক নিহত হয়েছেন।
পুলিশ ও এলাকাবাসী জানান, গতকাল সোমবার দুপুর ২টার দিকে ধোবড়া বাজার উত্তরপাড়া এলাকায় সোনামসজিদ স্থলবন্দর মহাসড়ক পারপারের সময় বন্দরমুখী একটি দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় সড়কে ছিটকে পড়ে আহত হন রহিম।
এলাকাবাসী তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ নেয়ার পথে বিকেল সাড়ে ৪টার দিকে তিনি মারা যান। রহিম ধোবড়া এলাকার মৃত পাতানু মন্ডলের ছেলে।
শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) হাসান আলী বলেন, পুলিশ মরদেহ উদ্ধারের পর আবেদনের প্রেক্ষিতে পরিবারের কাছে হস্তান্তর করেছে। এ ঘটনায় থানায় সড়ক পরিবহন আইনে মামলা হয়েছে। পুলিশ চালক ও মোটরসাইকেল শনাক্ত ও আটকে কাজ শুরু করেছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।