ভিডিও

চাঁপাইনবাবগঞ্জে ৪৯,৫০০ টাকার জালনোটসহ যুবক গ্রেফতার

প্রকাশিত: মার্চ ২৬, ২০২৪, ১০:৫৪ রাত
আপডেট: মার্চ ২৬, ২০২৪, ১০:৫৪ রাত
আমাদেরকে ফলো করুন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় ৪৯ হাজার পাঁচশ’ টাকার জালনোটসহ শাহ আলম ওরফে রজব (২৪) নামে এক যুবক গ্রেফতার হয়েছে।

পুলিশ জানায়, গতকাল সোমবার রাত পৌনে ১০টার দিকে বালিয়াডাঙ্গা ইউনিয়নের বালুগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে অভিযানে প্রতিটি পাঁচশ’ টাকা মূল্যমানের ৯৯টি জালনোটসহ রজবকে গ্রেফতার করা হয়। গ্রেফতার রজব ওই এলাকার কেতাবুর রহমানের ছেলে।

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিন্টু রহমান বলেন, গোপন খবরের ভিত্তিতে অভিযানে ৪৯ হাজার ৫০০ টাকার জাল বাংলাদেশি টাকার নোটসহ গ্রেফতার হয় রজব। এ ঘটনায় থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে। তাকে আজ মঙ্গলবার (২৬ মার্চ) বিকেলে আদালতে পাঠানো হয়েছে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS