সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি : পাবানার সাঁথিয়ায় গরু ব্যবসায়ী আলমকে (৪৫) পিটিয়ে প্রতিপক্ষরা ৬ লাখ টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ করা হয়েছে।
জানা যায়, সাঁথিয়া উপজেলার গৌরীগ্রাম ইউনিয়নের চকপাট্টা গ্রামের আজিজল প্রামাণিকের ছেলে গরু ব্যবসায়ী আলম হোসেন গত মঙ্গলবার ৬টি গরু চতুরহাটে নিয়ে ৬ লাখ টাকায় বিক্রি করে সন্ধ্যায় বাড়ি ফেরার পথে গৌরীগ্রাম বাজারের এনায়েত উল্লার কীটনাশকের দোকানের সামনে পৌঁছালে প্রতিপক্ষরা আলম হোসেনকে ঘিরে ধরে এবং দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালিয়ে ৬ লাখ টাকা নিয়ে নেয়।
পরে স্থানীয়রা আহত আলমকে উদ্ধার করে সাঁথিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় আহত আলমের চাচা বাদি হয়ে ৫ জনকে আসামি করে সাঁথিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, অভিযোগ পেয়েছি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়ে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।