ভিডিও

চাঁপাইনবাবগঞ্জে ভেজাল মিশিয়ে মসলা উৎপাদনের দায়ে মিল মালিকের অর্থদন্ড

প্রকাশিত: মার্চ ২৯, ২০২৪, ০৫:২১ বিকাল
আপডেট: মার্চ ২৯, ২০২৪, ০৬:৫২ বিকাল
আমাদেরকে ফলো করুন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর হাট এলাকার সাইফুল ইসলামের মালিকানাধীন একটি মসলা উৎপাদন মিলকে ১০ হাজার টাকা অর্থদন্ড করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল বৃহস্পতিবার দুপুরে মিলে অভিযান চালানো হয়।

এসময় নোংরা পরিবেশে মসলা উৎপাদন এবং মসলায় ভেজাল হিসেবে চাল ও ভুট্টার আটা মেশানোর দায়ে অর্থদন্ড আরোপ ও আদায় করেন অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মাসুম আলী।

অভিযানে উপস্থিত জেলা স্যানিটারি ইন্সপেক্টর কোবাদ আলী দন্ডের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ধরণের অভিযান চলবে। অভিযানকালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS