ধুনট (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার ধুনট উপজেলায় ফাঁকা রাস্তা থেকে মাদ্রাসার এক ছাত্রীকে (১৬) অপহরণের পর ধর্ষণের অভিযোগে করা মামলায় ওসমান গনি (২২) নামে এক বখাটেকে গ্রেফতার করেছে পুলিশ। সে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার রৌহাবাড়ি গ্রামের বেলাল হোসেনের ছেলে।
মামলা সূত্রে জানা যায়, উপজেলার চালাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিছনে ফাঁকা রাস্তা থেকে ১৪ মার্চ সকাল ১০টার দিকে স্থানীয় এক মাদ্রাসার ওই ছাত্রীকে অপহরণ করে ওসমান গনি। এরপর নওগাঁ জেলা এলাকায় নিয়ে গিয়ে এক বাড়িতে ওই ছাত্রীকে আটক রেখে ওসমান গনি ধর্ষণ করে।
এ ঘটনার পরের দিন ১৫ মার্চ ওসমান গনি কৌশলে ওই ছাত্রীকে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার লক্ষ্মীখোলা আয়েরপাড়ায় তার খালুর বাড়িতে রেখে পালিয়ে যায়। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা বাদি হয়ে ওই দিনই ওসমান গনির বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে।
থানা পুলিশ বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে ওসমান গনিকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছে।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈকত হাসান বলেন, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতার প্রমাণ পাওয়া গেছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।