ভিডিও

লালপুরের ঐতিহাসিক ‘ময়না যুদ্ধ দিবস’ শনিবার

প্রকাশিত: মার্চ ২৯, ২০২৪, ০৯:৩৩ রাত
আপডেট: মার্চ ২৯, ২০২৪, ০৯:৩৩ রাত
আমাদেরকে ফলো করুন

লালপুর (নাটোর) প্রতিনিধি : আগামীকাল ৩০ মার্চ নাটোরের লালপুর উপজেলার ওয়ালিয়া ইউনিয়নের ঐতিহাসিক ‘ময়না যুদ্ধ’ দিবস। ১৯৭১ সালের এই দিনে উত্তরাঞ্চলের সর্বপ্রথম লালপুরের ওয়ালিয়া ইউনিয়নের ময়না গ্রামে পাকিস্তানি হানাদার বাহিনীর সাথে মুক্তি পাগল জনতা, ইপিআর ও আনসার বাহিনীর সম্মুখ যুদ্ধ হয়েছিল।

যুদ্ধে পাক হানাদার বাহিনীর ২৫ রেজিমেন্ট ধ্বংস হয় এবং বাহিনীর প্রধান মেজর জেনারেল আসলাম হোসেন খান ওরফে রাজা খান জনতার হাতে ধরা পড়ে। পরদিন ৩১ মার্চ লালপুর শ্রীসুন্দরী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে তাকে গুলি করে হত্যা করা হয়।

এ যুদ্ধে প্রায় অর্ধশত বাঙালি শহিদ ও ৩২ জন আহত হন। সেই থেকে দিবসটিকে ঐতিহাসিক ‘ময়না যুদ্ধ’ দিবস হিসেবে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন নানা কর্মসূচির মধ্যদিয়ে পালন করে আসছে। প্রতি বছর এ উপলক্ষে ময়না স্মৃতিসৌধ প্রাঙ্গণে মিলাদ মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS