চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে তরিকুল ইসলাম (৩৪) নামে এক ব্যক্তিকে ২ মাস কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। তিনি বোগলাউড়ি এলাকার তাবারক আলীর ছেলে।
আজ শুক্রবার (২৯ মার্চ) সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত পদ্মা নদীর সাত্তার মোড় ঘাট, বোগলাউড়ি ঘাটসহ বেশ কয়েকটি পয়েন্টে অভিযান চালানো হয়।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও শিবগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেন বলেন, অভিযানকালে তরিকুলকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে কারাদন্ড দেয়া হয়।
অভিযানকালে উপজেলা নির্বাহী অফিসার উজ্জল হোসেন, আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যসহ সংশিষ্টরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।