উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুরে তিস্তা নদী থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (৩০ মার্চ) বিকেলে উপজেলার থেতরাই ইউনিয়নের হোকডাঙ্গা ফকিরপাড়া গ্রামের তিস্তা নদীর তীর থেকে ওই মরদেহ উদ্ধার করে উলিপুর থানা পুলিশ। স্থানীয়রা কেউ মরদেহটির পরিচয় শনাক্ত করতে পারেনি।
পুলিশ ও স্থানীয়রা জানায়, তিস্তা নদীর তীর ঘেঁষে স্থানীয় লোকজন এক যুবকের মরদেহ ভাসতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে। মরদেহের গায়ে ফুলশার্ট ও পরনে ফুলপ্যান্ট ছিল। দীর্ঘদিন পানিতে থাকায় শরীরের বিভিন্ন অংশ পচে যাওয়ায় পরিচয় শনাক্ত করা কষ্টকর হয়ে পড়েছে। গতকাল এ প্রতিবেদন লেখা পর্যন্ত যুবকের পরিচয় পাওয়া যায়নি।
এ বিষয়ে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মর্তুজা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।