ভিডিও

সাঁথিয়ায় গৃহবধূর আত্মহত্যা

প্রকাশিত: মার্চ ৩১, ২০২৪, ০৮:০৩ রাত
আপডেট: মার্চ ৩১, ২০২৪, ০৮:০৩ রাত
আমাদেরকে ফলো করুন

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি : পাবনার সাঁথিয়ায় পাষন্ড স্বামী কর্তৃক অত্যাচারিত হয়ে সুরমিতা খাতুন (১৮) নামে এক গৃহবধূ বিষপানে আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার নাগডেমরা ইউনিয়নের সোনাতলা ভাটোপাড়া গ্রামে।

সে উপজেলার ওই ইউনিয়নের সোনাতলা ভাটোপাড়া গ্রামের আমির হামজা ওরফে অন্তরের স্ত্রী এবং একই ইউনিয়নের ভিটপাড়া গ্রামের খোকন আযমের মেয়ে। ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার সকাল ৮টায়।

থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, আমির হামজা অন্তর প্রায় ২ বছর আগে সুরমিতাকে বিয়ে করে। অভাব অনটনের সংসারে তাদের সংসারে ঝগড়া বিবাদ লেগেই থাকতো। স্বামী আমির হামজা অন্তর প্রায়ই স্ত্রী সুরমিতাকে শারিরীকভাবে নির্যাতন করতো।

গতকাল শনিবার সকাল ৮টায় স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে সবার অজান্তে স্ত্রী সুরমিতা বিষপান করে কাতরাতে থাকে। এসময় বাড়ি লোকজন তাকে দ্রুত বেড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থার অবনতি ঘটলে তাকে পাবনা জেনারেল হাসপাতালে স্থানান্তর করে।

পাবনা নেওয়ার পথে দুপুর ২টার দিকে সুরমিতা মৃত্যুর কোলে ঢলে পড়ে। ঘটনার পর থেকেই আমির হামজা অন্তর পালাতক রয়েছে। সাঁথিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, আজ রোববার (৩১ মার্চ) সকালে লাশ ময়নাতদন্তের জন্য পাবনা মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS