স্টাফ রিপোর্টার : বগুড়ায় শহরে গালাপট্টিতে একটি আবাসিক হোটেল থেকে অসামাজিক কার্যকলাপের অভিযোগে ৭ নারীকে আটক করা হয়েছে।
আজ রোববার (৩১ মার্চ) দুপুর ২ টার দিকে সদর ফাঁড়ির পুলিশের একটি টিম গালাপট্টিতে টুইন ইন ব্রাদার্স নামে ওই আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাদের আটক করে। তবে পুলিশ আটক নারীদের নাম জানায়নি।
সদর ফাঁড়ির এসআই মো: শহিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে আবাসিক হোটেল টুইন ইন ব্র্রাদার্স এ অভিযান চালানো হয়। এ সময় অসামাজিক কার্যকলাপের অভিযোগে ৭ নারীকে আটক করা হয়।
তবে অভিযানের আঁচ পেয়ে হোটেল মালিক-ম্যানেজার ও কর্মচারীরা পালিয়ে যায়। এ জন্য তাদের গ্রেফতার করা যায়নি। পলাতকদের গ্রেফতারে অভিযান চলছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।