ভিডিও

বগুড়ায় ২টি ইটভাটায় ২ লাখ টাকার জরিমানা

প্রকাশিত: মার্চ ৩১, ২০২৪, ১০:৪৮ রাত
আপডেট: মার্চ ৩১, ২০২৪, ১০:৪৮ রাত
আমাদেরকে ফলো করুন

স্টাফ রিপোর্টার: বগুড়া জেলা প্রশাসনের সহযোগিতায়, পরিবেশ অধিদপ্তর, জেলা কার্যালয়ের উদ্যোগে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেবেকা সুলতানা ডলির নেতৃত্বে শাজাহানপুর উপজেলার জোকা ও খলিশাকান্দি এলাকায় পরিবেশগত ছাড়পত্র বিহীন সুমি ব্রিক্স ও পিকেবি ব্রিক্স নামক দুটি ইটভাটায়  মোবাইল কোর্ট পরিচালনা করে প্রত্যেকটিতে ১ লাখ টাকা করে মোট ২ লাখ জরিমানা আদায় করা হয়েছে।

মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, বগুড়া জেলা কার্যালয়ের পরিদর্শক মোহাম্মদ মিকাইল হোসাইন।

মোবাইল কোর্ট পরিচালনাকালে ইটভাটা মালিককে অবৈধ ইটভাটা বন্ধের, পোড়া ইটের পরিবর্তে পরিবেশবান্ধব ব্লক ইট অথবা ফ্লাই অ্যাশ, লাইম ও জিপসামের ইট তৈরিতে নির্দেশনা প্রদান করা হয়। এ সময় বগুড়া জেলা পুলিশ ও এপিবিএন বগুড়া মোবাইল কোর্টে নিরাপত্তার দায়িত্ব পালন করেন।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS