কাহালু (বগুড়া) প্রতিনিধি : বগুড়া’র কাহালুতে চার বছর বয়সের এক শিশু কন্যাকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মো.শাজাহান আলী (৫৫)নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার উপজেলার কালাই ইউনিয়নের চকনজিব মল্লিকপাড়া গ্রামে। গ্রেফতারকৃত শাজাহান ওই গ্রামের মো. আব্দুর রাজ্জাকের ছেলে।
জানা গেছে, ঘটনার দিন সকাল সাড়ে ১০ টার দিকে ওই শিশু আসামী শাজাহানের বাড়িতে খেলতে গেলে শাজাহান তাকে তার শোবার ঘরে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে। এ সময় শিশুর চিৎকারে তার মা এগিয়ে এলে শাজাহান বাড়ি থেকে দৌড়ে পালিয়ে যায়।
এরপর গ্রামবাসী রাত ১১ টার দিকে তাকে আটক করে কাহালু থানার পুলিশের হাতে সোপর্দ করে। এ ঘটনায় শিশুর পিতা বাদী হয়ে আজ রোববার (৩১ মার্চ) কাহালু থানায় শাজাহানের বিরুদ্ধে একটি নারী শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।