ভিডিও

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে মহাসড়ক পরিদর্শনে বগুড়ার ডিসি-এসপি

প্রকাশিত: মার্চ ৩১, ২০২৪, ১১:১৩ রাত
আপডেট: এপ্রিল ০১, ২০২৪, ১১:৫৭ দুপুর
আমাদেরকে ফলো করুন

শাজহানপুর (বগুড়া) প্রতিনিধি : আসন্ন ঈদে উত্তরবঙ্গগামী ঘরমুখো মানুষ যাতে ভোগান্তির শিকার না হন সে বিষয়ে তৎপর বগুড়া জেলা প্রশাসন ও পুলিশ বিভাগ। আজ রোববার (৩১ মার্চ) বগুড়ার শাজাহানপুরের ওপর দিয়ে বয়ে যাওয়া ঢাকা-বগুড়া মহাসড়কের বেতগাড়ী বাইপাস মোড়, মাঝিড়া বন্দর, আড়িয়া বাজার, নয়মাইলসহ কয়েকটি স্থান পরিদর্শন করেছেন বগুড়া জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম ও পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী।

পরিদর্শনকালে স্থানীয় বাসিন্দা, অটোরিকশা ও থ্রি হুইলার চালকদের সাথে মতবিনিময় করেন জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম।

মহাসড়কের বিভিন্ন স্থান পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শাজাহানপুর উপজেলা চেয়ারম্যান সোহারব হোসেন ছান্নু, উপজেলা নির্বাহী অফিসার তাহমিদা আক্তার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী মোহাম্মদ অনিক ইসলাম, শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম, শাজাহানপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মিলন, দপ্তর সম্পাদক মুনজুরুল ইসলাম রিপন, মাঝিড়া ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান প্রমুখ।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS