গাবতলী (বগুড়া) প্রতিনিধি : গাবতলীর ৩শ’ ১৬বছরের ঐতিহ্যবাহী সোন্দাবাড়ী রহমানিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার ভবন ও শিক্ষা কার্যক্রম অত্যাধুনিকভাবে গড়ে তোলার লক্ষ্যে আজ রোববার (৩১ মার্চ) সকালে পরিদর্শন করেছেন বগুড়া-৭ আসনের এমপি অধ্যাপক ডাঃ মোস্তফা আলম নান্নু।
এসময় উপস্থিত ছিলেন বগুড়া সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক আবু সাঈদ মোহাম্মাদ কাউসার, গাবতলীর ইউএনও নুসরাত জাহান বন্যা, গাবতলী সদর ইউপি চেয়ারম্যান ফারুক আহম্মেদ, উপজেলা সমাজসেবা অফিসার নাইম হোসেন, মাঠকর্মী মোহাম্মাদ জাহিদ, অত্র মাদ্রাসার ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সালাম ভূলন, সরদার আতিকুর রহমান তালুকদার, বীর মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান টুকু, আনিছুর রহমান তারা, আব্দুল মান্নান, স্থানীয় ইউপি সদস্য আব্দুর রাজ্জাক, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আমজাদ হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত অনুষ্ঠিত হয়।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।