ভিডিও

ডুবলো গরিবের ৬ হাজার বস্তা সরকারি চাল 

প্রকাশিত: এপ্রিল ০১, ২০২৪, ১২:০৭ দুপুর
আপডেট: এপ্রিল ০১, ২০২৪, ০৭:৩৪ বিকাল
আমাদেরকে ফলো করুন

মফস্বল ডেস্ক : বাগেরহাটের মোংলায় ৬ হাজার বস্তা সরকারি চাল নিয়ে এমভি সাফিয়া নামে একটি বাল্কহেড জাহাজ ডুবে গেছে। রোববার (৩১ মার্চ) বিকেলে মোংলার পশুর নদীর ত্রি-মোহনায় এমভি শাহাজাদা-৬ নামে আরেকটি লাইটার জাহাজের ধাক্কায় বাল্কহেডটি ডুবে যায়। 

তবে এসময় কোন হতাহতের ঘটনা ঘটেনি, জাহাজে থাকা পাঁচ নাবিককে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এদিকে ধাক্কা দেওয়ার অপরাধে এমভি শাহাজাদা-৬ নামের লাইটার জাহাজটিকে রোববার রাতে আটক করেছে নৌ পুলিশ।

রোববার সকালে খুলনার সরকারি খাদ্য গুদাম থেকে ৬ হাজার বস্তায় ১৮০ মেট্রিক টন সরকারি চাল নিয়ে মোংলা খাদ্য গুদামের উদ্দেশ্যে এমভি সাফিয়া নামের চাল বোঝাই বাল্কহেডটি রওয়ানা দেয়। ঈদ উপলক্ষ্যে অসহায়দের জন্য চালগুলো আনা হয়েছিল।

মোংলা নৌ পুলিশের ইনচার্জ সৈয়দ ফকরুল ইসলাম বলেন, বাল্কহেডটিকে ধাক্কা দেওয়া লাইটার এভি শাহাজাদা-৬ কে রোববার রাতে জব্দ করা হয়েছে। দ্রুত ডুবে যাওয়া বাল্কহেডটিকে উদ্ধার কাজ শুরু করা হবে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS