ভিডিও

কক্সবাজার সরকারি কলেজের লোগো থেকে ‘নৌকা’ বাদ

প্রকাশিত: অক্টোবর ৩০, ২০২৪, ০৯:৫৪ রাত
আপডেট: অক্টোবর ৩০, ২০২৪, ০৯:৫৪ রাত
আমাদেরকে ফলো করুন

পর্যটন নগরী কক্সবাজার সরকারি কলেজের লোগোতে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। লোগো ঠিক রেখে শুধুমাত্র নৌকা সরিয়ে এর পরিবর্তে যুক্ত করা হয়েছে সূর্য। এর নিচে থাকা বই, খাতা ঠিক রেখে বইয়ের ওপর যুক্ত করা হয়েছে কলম।

আজ মঙ্গলবার (৩০ অক্টোবর) একাডেমিক কাউন্সিলরের বৈঠকে নতুন লোগো অনুমোদন পায়।

কক্সবাজার সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ সোলাইমান বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবির পরিপ্রেক্ষিতে একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী লোগোতে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। প্রতিষ্ঠাকালীন সময়ে কলেজ লোগোতে দুটি জ্বলন্ত মোমবাতি ছিল মাঝখানে। ২০১৮ সালে সেটি পরিবর্তন করে নৌকা আনা হয়। তবে বিষয়গুলো অগোছালোভাবে ছিল বলে উল্লেখ করেন তিনি।

 

কলেজ থেকে পাওয়া মনোগ্রামের বিবরণে উল্লেখ রয়েছে: প্রথমত, ২১টি তারা মানে একুশে ফেব্রুয়ারি-মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে বোঝায়। দ্বিতীয়ত, এরপর কলেজের নাম কক্সবাজার সরকারি কলেজ। তৃতীয়ত, পবিত্র কোরআনের সুরা বাকারা, আয়াত-২৫৭ (অর্থ-আঁধার ছেড়ে আলোর দিকে আহ্বান)। চতুর্থত-বই, খাতা ও কলম (জ্ঞান অন্বেষণের প্রতীক)। পঞ্চমত, উদীয়মান সূর্য (জ্ঞান অন্বেষণের মাধ্যমে আলো ছড়ানো বা জ্ঞানের আলো বিতরণ বোঝায়)। ষষ্ঠত, সাগর (কক্সবাজারের ইতিহাস ও ঐতিহ্যের ধারক)।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS