ভিডিও

সোনাতলায় পুরুষের চেয়ে ৬৪৯ জন নারী ভোটার বেশি

প্রকাশিত: এপ্রিল ০১, ২০২৪, ১০:৪৩ রাত
আপডেট: এপ্রিল ০১, ২০২৪, ১০:৪৩ রাত
আমাদেরকে ফলো করুন

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার সোনাতলায় পুরুষের চেয়ে ৬৪৯ জন নারী ভোটার বেশি। তারা আগামী ৮ মে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, বগুড়ার সোনাতলায় ১টি পৌরসভা ও ৭ টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১ লাখ ৬৬ হাজার ১শ’ ৬১ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ৮২ হাজার ৭শ’ ৫৬ জন এবং মহিলা ভোটার ৮৩ হাজার ৪শ’ ৫ জন।

এ নিয়ে সংশ্লিষ্ট উপজেলায় পুরুষের চেয়ে ৬৪৯ জন মহিলা ভোটার বেশি। উপজেলায় ভোট কেন্দ্র ৫৩ টি। ভোট কক্ষের সংখ্যা ৪৪১ টি। এর মধ্যে স্থায়ী ভোট কক্ষের সংখ্যা ৩৬৫ টি এবং অস্থায়ী ভোট কক্ষের সংখ্যা ৭৬ টি।

আগামী ৮ মে প্রথম ধাপে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ব্যালট পেপারের মাধ্যমে মোট ১ লাখ ৬৬ হাজার ১শ ৬১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS