ভিডিও

শেরপুরের ধুনট মোড় থেকে ফ্লাইওয়ার নির্মাণ করা হবে : এমপি মজিবর রহমান মজনু

প্রকাশিত: এপ্রিল ০২, ২০২৪, ০৬:১২ বিকাল
আপডেট: এপ্রিল ০২, ২০২৪, ০৬:১২ বিকাল
আমাদেরকে ফলো করুন

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : দ্রুততম সময়ের মধ্যেই শেরপুর শহরের ধুনটমোড় থেকে হাজীপুর পর্যন্ত ফ্লাইওভার নির্মাণের কাজ শুরু হবে। এছাড়াও শেরপুর-ধুনটের উন্নয়নে বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে বলে দাবি করেছেন বগুড়া জেলা আওয়ামীলীগের সভাপতি ও জাতীয় সংসদ সদস্য আলহাজ¦ মজিবর রহমান মজনু।

গতকাল সোমবার সন্ধ্যায় শেরপুর প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত আলোচনাসভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথাগুলো বলেন।

প্রেসক্লাবের সভাপতি নিমাই ঘোষের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল মান্নানের সঞ্চালনায় শহরের স্থানীয় বাসস্ট্যান্ডস্থ সংগঠনের কার্যালয়ে আয়োজিত ওই অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলহাজ্ব শাহজামাল সিরাজী, সাবেক চেয়ারম্যান কেএম মাহবুবার রহমান হারেজ, শেরপুর পৌরসভার মেয়র আলহাজ্ব জানে আলম খোকা, সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এড. গোলাম ফারুক, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, শেরপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) কামাল হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু, পৌর বিএনপির সভাপতি স্বাধীন কুমার কুণ্ডু, সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ জুয়েল, সাপ্তাহিক তথ্যমালার সম্পাদক সুজিত বসাক, বিজয়বাংলার সম্পাদক আকরাম হোসাইন, শেরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শফিকুল ইসলাম শফিক, সাংবাদিক আইয়ুব আলী, আবু সাঈদ প্রমুখ।

দোয়া মোনাজাত পরিচালনা করেন উলিপুর আমেরিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল হাই বারী।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS