নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়া-নাটোর ও রংপুর-ঢাকা মহাসড়কে চলাচলরত যানবাহনের চালক, হেলপার, যাত্রী এবং পথচারীদের মাঝে ইফতার বিতরণ করেছে হাইওয়ে পুলিশ।
গতকাল সোমবার বগুড়া সদরের মাটিডালি বিমান মোড়ে মহাসড়কে ইফতারের আগ মুহুর্তে যানবাহন থামিয়ে খাবার প্যাকেট ও পানি বিতরণ করা হয়।
এ কার্যক্রমের উদ্বোধন করেন হাইওয়ে পুলিশ বগুড়া রিজিয়নের সহকারী পুলিশ সুপার আলী আহমেদ হাশমী। সঙ্গে ছিলেন কুন্দারহাট হাইওয়ে থানার ওসি আব্বাস আলী, সার্জেন্ট শাহ আলমসহ পুলিশ সদস্যরা।
ইফতার বিতরণ কার্যক্রম চলমান থাকবে বলে জানিয়েছেন হাইওয়ে থানার ওসি।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।