ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সোনাহাট স্থলবন্দরের সকল প্রকার কার্যক্রম ও পণ্য আমদানি রফতানি বন্ধ থাকবে ১৪ এপ্রিল পর্যন্ত। পবিত্র শবে-ই-কদর, আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর ও বাংলা নববর্ষ ১৪৩১ উপলক্ষে সোনাহাট স্থলবন্দরের আমদানি-রফতানি কার্যক্রম আগামী ৬ এপ্রিল (শনিবার) থেকে ১৪ এপ্রিল (রোববার) পর্যন্ত ৯দিন বন্ধ থাকবে।
১৫ এপ্রিল (সোমবার) থেকে স্থলবন্দরের যাবতীয় আমদানি-রফতানি কার্যক্রম আগের মতো পরিচালিত হবে। সোনাহাট সিএন্ড এফ এসোসিয়েশনের সভাপতি সরকার রকীব আহমেদ স্বাক্ষরিত পত্রে এতথ্য নিশ্চিত করা হয়েছে।
সোনাহাট স্থল শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা মো. মোফাজ্জল হোসেন বন্ধের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে একটি চিঠি ইস্যু করা হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।