ভিডিও

কর্মসংস্থানে মুনলাইটের রিকশা ও সেলাই মেশিন বিতরণ (ভিডিওসহ)

প্রকাশিত: এপ্রিল ০৩, ২০২৪, ০৯:০৮ রাত
আপডেট: এপ্রিল ০৩, ২০২৪, ০৯:০৮ রাত
আমাদেরকে ফলো করুন

বগুড়ার স্বেচ্ছাসেবী মানবিক সংস্থা মুনলাইট ডেভেলপমেন্ট সোসাইটির উদ্যোগে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে রিকশা, সেলাই মেশিন ও নগদ টাকা বিতরণ করা হয়েছে।

পবিত্র রমজানের উপহার হিসাবে চারজনকে রিক্সা, পাঁচজন নারীকে সেলাই মেশিন ও চারজন সবজি বিক্রেতাকে ৫০০০ টাকা করে নগদ আর্থিক সহায়তা দেয়া হয়েছে। আজ বুধবার (৩ এপ্রিল) দুপুর বগুড়ার জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম তার দফতর চত্ত্বরে এসব বিতরণ করেন।

এ সময় তিনি বলেন, সরকারের এসডিজি অর্জনে দেশকে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত করতে হবে। এ ধরনের উদ্যোগের প্রশংসা করে তিনি বলেন, দারিদ্র্যমুক্ত করতে সমাজের বিত্তবানদেরও উদ্যোগ নিতে হবে। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুনলাইট ডেভেলপমেন্ট সোসাইটির প্রেসিডেন্ট জান্নাতুল বাকিয়া মুনমুন।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বগুডার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেজবাউল করিম, মুনলাইটের নির্বাহী পরিষদ সদস্য মনজুরুল হক টুটুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS