ভিডিও

আওয়ামীলীগকে রাজনৈতিক দল না বলে এখন সরকারি দল বলতে হবে : সাবেক এমপি সিরাজ

প্রকাশিত: এপ্রিল ০৬, ২০২৪, ১০:৫৫ রাত
আপডেট: এপ্রিল ০৬, ২০২৪, ১০:৫৫ রাত
আমাদেরকে ফলো করুন

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুর ও ধুনট উপজেলার সদ্য কারামুক্ত বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। আজ শনিবার (৬ এপ্রিল) বিকালে শেরপুর উপজেলা বিএনপির উদ্যোগে উপজেলার সীমাবাড়ি ইউনিয়নের ধনকুণ্ডি শাহানাজ সিরাজ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক এমপি আলহাজ্ব  গোলাম মোহাম্মদ সিরাজ।

তিনি গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে সবাইকে ঝাঁপিয়ে পড়ার আহ্বান করে বলেন, আওয়ামীলীগ একটি জনবিচ্ছিন্ন দলে পরিণত হয়েছে। তাই আওয়ামীলীগকে আর কোন রাজনৈতিক দল না বলে সরকারি দল বলতে হবে। তাদের দুঃশাসনে দেশের সাধারণ জনগণ অতিষ্ঠ হয়ে উঠেছে।

উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব শফিকুল ইসলাম তোতা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু, বিএনপি নেতা আলহাজ্ব গোলাম মাহবুব প্যারিস, আলহাজ্ব মাহবুবুল আলম হিরু, এমপি পুত্র আসিফ রব্বানী সানভি, পিয়ার হোসেন পিয়ার, আব্দুল মোমিন, জিএম মোস্তফা, জাহিদুর রহমান টুলু, ধুনটের বিএনপি নেতা আলিমুদ্দিন হারুন, কেএম এনামুল হক শাহীন, বগুড়া জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সাইদুল ইসলাম, শেরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলনেতা কাওসার আহম্মেদ কলিন্স, যুবদল নেতা সাহাবুল করিম, আসাফুদ্দৌলা মামুন প্রমুখ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে শেরপুর ও ধুনটের সদ্য কারামুক্ত বিএনপি ও সহযোগী সংগঠনের দুই শতাধিক নেতাকর্মীকে সংবর্ধনা দেওয়া হয়। শেষে ইফতার মাহফিল অনািষ্ঠত হয়।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS