১ রজব থেকে ২৬ রমজান পর্যন্ত তিন মাস ৭ থেকে ১৩ বছর বয়সী শিশুদের মসজিদে নিয়মিত নামাজ আদায়ের জন্য পুরস্কৃত করা হয়েছে। আজ শনিবার (৬ এপ্রিল) বগুড়া শহরের ঠনঠনিয়া সরদার পাড়াস্থ মসজিদুল আকসায় ৩ শিশুকে পুরস্কৃত করা হয়।
স্থানীয় মুসল্লী মীর আরশাদ হোসেনের উদ্যেগে নামাজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাকাব‘র এজিএম মো. রজব আলী।
প্রধান অতিথি ছিলেন ডা. আজিজার রহমান রাজু। শুভেচ্ছা বক্তব্য রাখেন, মসজিদ কমিটির সেক্রেটারি মোঃ জোবায়ের রহমান।
আরও উপস্থিত ছিলেন, অগ্রণী ব্যাংকের ব্যাস্থাপক তৌহিদুল বারী মেনন, মুফতি মাও. মোঃ শামীম বিন সাখাওয়াত প্রমুখ।
অনুষ্ঠানে প্রথম স্থান লাভ করে বাই সাইকেল পান রিফাত বিন রাজা, দ্বিতীয় রেজওয়ান ইসলাম জিম এবং তৃতীয় স্থান লাভ করেন ইব্রাহীম আলী।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।