আমরা ক’জন শিল্পীগোষ্ঠী ও ঋদ্ধ সৃজন’র আয়োজনে আজ শনিবার (৬ এপ্রিল) সকালে বগুড়ার পুরাতন শিল্পকলা একাডেমি মিলনায়তনে সমাজের অসহায় মানুষের মাঝে ঈদের নতুন বস্ত্র বিতরণ করা হয়।
বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমরা ক’জন শিল্পীগোষ্ঠীর প্রধান উপদেষ্টা দৈনিক করতোয়া সম্পাদক মোজাম্মেল হক, সম্মিলিত সাংস্কৃতির জোট বগুড়ার সাধারণ সম্পাদক আবু সাঈদ সিদ্দিকী, আমরা ক’জন শিল্পীগোষ্ঠীর সভাপতি লায়ন আব্দুল মোবিন জিন্নাহ, আমরা ক’জন ফাউন্ডেশনের চেয়ারম্যান মাহফুজা পলাশ, কোষাধ্যক্ষ আব্দুল আলিম, সংগঠনের সদস্য সুমনা ইয়াসমিন সোমা, মনিরা খাতুন ও সংগঠনের নৃত্য শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠানে ২শ’ জনের মাঝে ঈদের নতুন শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়।
অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক নৃত্য শিল্পী ও নৃত্য পরিচালক মাহাবুব হাসান সোহাগ।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।