সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি : পাবনার সাঁথিয়া উপজেলার জোড়গাছা গ্রামের আব্দুস সালামের বাড়িতে অগ্নিকান্ডে ৩টি ঘর ভস্মীভূত হয়েছে। এ সময় ২টি ছাগল পুড়ে মারা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল শনিবার বিকেল ৪টায় আব্দুস সালামের ঘরে আগুন লাগার ঘটনায় আশপাশের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
জানা যায়, আগুনে ৩টি ঘরসহ রক্ষিত মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ৫ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হতে পারে বলে ফায়ার সার্ভিসের ধারণা।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।