স্টাফ রিপোর্টার : মঙ্গলবার পশ্চিমাকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে বুধবার পবিত্র ঈদ উল ফিতর। মুসলিম উম্মাহর সব‘চে বড় ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর এর প্রধান আকর্ষণ হলো ঈদের জামাত। ঈদগাহে ঈদগাহে ঈদের নামাজ অনুষ্ঠিত হয় পৃথক সময়ে। বগুড়ায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সুত্রাপুর কেন্দ্রিয় ঈদগাহে সকাল সাড়ে ৮ টায়।
বগুড়া কেন্দ্রীয় বড় জামে মসজিদের খতিব মাও : আসগার আলী ঈদের জামায়াতের ইমামতি করবেন। আবহাওয়া খারাপ থাকলে একই সময়ে কেন্দ্রিয় বড় সমজিদে এবং বাইতুর রহমান সেন্ট্রাল মসজিদে ঈদের নামাজ হবে। এছাড়াও সকাল ৯টায় শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে ঈদের জামাত হবে। জামিল মাদরাসায় ঈদের জামাত হবে সকাল সাড়ে ৬ টায়।
সুলতানগঞ্জ পাড়া ঈদগাহে (সত্যপীরতলা) ঈদগাহে সকাল ৮টায়, আলামিয়া তলা ঈদগাহে সকাল ৮ টা, বৃন্দাবনপাড়া ঈদগাহে ঈদের জামাত হবে সকাল সাড়ে ৭ টায়, মালতীনগর কেন্দ্রিয় ঈদগাহে সকাল ৭টা ৪৫ মিনিটে, ধাওয়াপাড়া বাইতুস সালাম জামে মসজিদ সংলগ্ন ঈদগাহে সকাল ৮ টায়, ইসলামপুর হরিগাড়ি ঈদগাহে দুটি জামাত হবে, প্রথম জামাত হবে সকাল ৮ টায় দ্বিতীয় জামায়াত হবে সকাল ৯ টায়।
নারুলী বুদা প্রামানিক কেন্দ্রীয় ঈদগাহে সকাল সাড়ে ৮টায়, মালগ্রাম –ছিলিমপুর ঈদগাহে সকাল সাড়ে ৮ টায়, নিশিন্দারা কারবালা শাহী ঈদগাহে সকাল ৮ টায়, ফুলবাড়ি ও উত্তর মধ্যেপাড়া গোরস্থান কেন্দ্রীয় ঈদগাহে সকাল ৮ টায়, করোনেশন স্কুল ঈদগাহে সকাল সাড়ে ৮ টায়, শাজাহানপুর উপজেলার সাজাপুর ফুলতলা মাদরাসা ঈদগাহ, আশেকপুর ঈদগাহে সকাল সাড়ে ৭ টায় এবং বেজোড়া দক্ষিণপাড়া ঈদগাহে সকাল ৮ টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
এছাড়াও বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস এর ঈদের জামাত হবে সকাল ৮ টায় বগুড়া জিলা স্কুল মাঠে। এই জামাতে নারীরাও অংশ নিতে পারবেন। মাওঃ শাইখ আবু নছর মুহাম্মদ ইয়াহইয়া এই জামাতের ইমামতি করবেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।