ভিডিও

সুজানগরে চরাঞ্চলের মানুষের মাঝে নেই ঈদের আনন্দ

প্রকাশিত: এপ্রিল ০৮, ২০২৪, ১১:২৪ রাত
আপডেট: এপ্রিল ০৯, ২০২৪, ০৩:৩১ দুপুর
আমাদেরকে ফলো করুন

সুজানগর (পাবনা) প্রতিনিধি : আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে পাবনার সুজানগরের অধিকাংশ ধনী-দরিদ্র পরিবারে ঈদের আনন্দ ও উৎসবের আমেজ বইছে। ওই সকল পরিবারের সদস্যরা নতুন জামা-কাপড় কিনে ঈদ আনন্দে মেতে উঠেছে। কিন্তু উপজেলার নাজিরগঞ্জ এবং সাগরকান্দী ইউনিয়নের চরাঞ্চলের মানুষের মাঝে নেই ঈদের আনন্দ ও উৎসবের আমেজ।

বিশেষ করে চরাঞ্চলের চরকেষ্টপুর, চরপদ্মা, চরখাপুর, চরশ্রীপুর, চরচন্ডিপুর, রামকান্তপুর, চরখলিলপুর ও হুগলাডাঙ্গী গ্রামের মানুষের মাঝে নেই ঈদের আনন্দ। ওই সকল গ্রামের মানুষ অত্যন্ত অভাবী। তাছাড়া দীর্ঘ অনাবৃষ্টির কারণে এ বছর চরাঞ্চলের জমিতে আবাদ করা ধানসহ অন্যান্য ফসলও তেমন ভাল হয়নি। পাশাপাশি চরাঞ্চলে রাস্তাঘাট না থাকায় ব্যবসা-বাণিজ্যেরও তেমন কোন সুযোগ-সুবিধা নেই।

সেই সাথে ওই সকল গ্রামগুলো পদ্মা নদীর কারণে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন। সেকারণে সরকারি বা বেসরকারি তেমন কোন ত্রাণসামগ্রীও গ্রামগুলোতে পৌঁছায় না। বলা যায় তারা সব সময় সরকারি সকল সুযোগ সুবিধা থেকে বঞ্চিত থাকেন।

এ ব্যাপারে নাজিরগঞ্জ ইউপি চেয়ারম্যান মশিউর রহমান বলেন, চরাঞ্চলের ওই সকল গ্রামগুলো পদ্মা নদীর কারণে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন। তাছাড়া গ্রামগুলোতে যাতায়াতের তেমন রাস্তাঘাটও নেই। সে কারণে ইচ্ছা থাকা সত্ত্বেও ওই সকল গ্রামের মানুষকে সাহায্য সহযোগিতা করা সম্ভব হয় না।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS