ভিডিও

ধুনটে ঈদুল ফিতরের নামাজ আদায়

প্রকাশিত: এপ্রিল ১০, ২০২৪, ১২:৫৫ দুপুর
আপডেট: এপ্রিল ১০, ২০২৪, ১২:৫৫ দুপুর
আমাদেরকে ফলো করুন

ধুনট (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার ধুনট উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের জালশুকা গ্রামের মুসল্লিদের একাংশ পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের সঙ্গে মিল রেখে বুধবার (১০ এপ্রিল) সকাল পৌনে ৯টার দিকে এবারই প্রথম জালশুকা গ্রামের কৃষক জেলহজের বাড়ির উঠানে এই জামাত অনুষ্ঠিত হয়।

আহালে হাদিস অনুসারি মাওলানা লুৎফর রহমানের ইমামতিতে নারী-পুরুষসহ প্রায় অর্ধশত মুসল্লি পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেন। প্রশাসনের পক্ষ হতে সব ধরনের সহযোগিতা করা হয়েছে, যাতে তারা নির্বিঘেœ নামাজ আদায় করতে পারেন। নামাজ শেষে একে অপরের সঙ্গে কোলাকুলি করে ভাগাভাগি করে নেন ঈদ আনন্দ।

নামাজ আদায় করে মুসল্লিরা জানান, সারা পৃথিবীতে ঈদ হচ্ছে, সে হিসেবে আমরাও উদযাপন করছি। প্রতি বছরই আত্মীয় স্বজনদের নিয়ে এভাবেই ঈদ উদযাপন করা হবে।  

মাওলানা লুৎফর রহমান জানান, আমরা রমজান মাসের চাঁদ দেখে রোজা থেকেছি এবং শাওয়াল মাসের ১ তারিখে চাঁদ দেখে ঈদুল ফিতরের নামাজ আদায় করছি। আমরা অন্যান্য দেশের সাথে মিল রেখে আজ ঈদ উদযাপন করছি।  

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈকত হাসান বলেন, নামাজ আদায়ের সময় ওই এলাকায় পুলিশের পক্ষ থেকে কঠোর নজদারি করা হয়েছে। শান্তিপূর্ণ পরিবেশে নামাজ আদায় শেষে মুসল্লিা বাড়ি চলে গেছেন।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS