কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়া'র কাহালুতে উপজেলা প্রশাসনের আয়োজনে আজ রোববার বাংলা নববর্ষ ১৪৩১ উদযাপন করা হয়েছে।
দিবসের কর্মসূচির মধ্যে ছিল সকাল সাড়ে ৮টায় জাতীয় পতাকা উত্তোলন,৮-৪০ মিনিটে উপজেলা সদরে আনন্দ শোভাযাত্রা,৯টায় উপজেলা পরিষদ চত্বরে শহীদ মিনারের পাদদেশের সাংস্কৃতিক অনুষ্ঠান,চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা। এছাড়া একই স্থানে বৈশাখী মেলার স্টল স্থাপন করা হয়।
এদিকে আনন্দ শোভাযাত্রায় অংশ নেন উপজেলা চেয়ারম্যান আল হাসিবুল হাসান কবিরাজ সবুজ, উপজেলা নির্বাহী অফিসার মোছা. মেরিনা আফরোজ,উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব হেলাল উদ্দিন কবিরাজ,সাধারণ সম্পাদক মো.আব্দুল মান্নান,উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রওশন আক্তার, কাহালু থানার অফিসার ইনচার্জ মো. সেলিম রেজ,মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক সহ উপজেলা পর্যায়ের সরকারি সকল দপ্তরের কর্মকর্তা,উপজেলা সদরের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীগণ।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।