উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি : নববর্ষের দিনে সকাল সাড়ে ৭টার দিকে ঈশ্বরদী-ঢাকা রেলপথে উল্লাপাড়ার ঘাটিনা সেতুর পশ্চিমপাশে ট্রেনে কেটে ইয়াদুল (২৪) নামের এক যুবক মারা গেছে। সে উপজেলার এনায়েতপুর গ্রামের আব্দুল লতিফের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল রোববার ঘটনার সময় ইয়াদুল দুই কানে ফোন লাগিয়ে মোবাইলে গান শুনতে শুনতে উক্ত রেলপথ ধরে হাঁটছিল। এসময় পিছন থেকে ঢাকাগামী একটি লোকাল ট্রেন তাকে চাপা দিয়ে চলে যায়। সাথে সাথে দ্বিখন্ডিত হয়ে ইয়াদুল মারা যায়।
উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ইয়াদুলের মরদেহ সিরাজগঞ্জ রেল পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।