আত্রাই (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর আত্রাইয়ে এক রাতে ৫টি খড়ের পালায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গত শনিবার দিবাগত রাতে উপজেলার বিশা ইউনিয়নের সুদরানা গ্রামে ঘটনাটি ঘটে।
জানা যায়, গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সৃষ্টি হয়। এরই জেরে গত শনিবার দিবাগত রাত আনুমানিক ১টায় গ্রামের হবিবর মাস্টার, রায়হান, বেলাল হোসেন, সেলিম ও টিপুর একটি করে মোট ৫টি খড়ের পালায় আগুন দেয়। আগুনে খড়ের পালাগুলো পুড়ে ছাই হয়ে গেছে। পরে স্থানীয়দের সহায়তায় আগুন নেভানো হয়।
স্থানীয় ইউপি চেয়ারম্যান তোফাজ্জল হোসেন খান তোফা বলেন, গ্রাম্য কোন্দলের জেরে এমন ঘটনা ঘটেছে। একটি পক্ষ এ ঘটনাকে পুঁজি করে ফায়দা হাসিলের চেষ্টা করছে। আত্রাই থানার ওসি জহুরুল ইসলাম বলেন, এ ব্যাপারে থানায় কেউ কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।