দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : বগুড়া দুপচাঁচিয়া উপজেলা সদরের ধাপসুলতানগঞ্জ এলাকায় আজ সোমবার (১৫ এপ্রিল) সকালে আবু ইসাহাক আলী ওরফে হেলালের মালিনাকাধীন নাঈম ফার্মেসীতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
জানা গেছে, আজ সোমবার (১৫ এপ্রিল) আনুমানিক ভোর ৬ টায় উপজেলা সদরের ধাপসুলতানগঞ্জ হাট এলাকায় আবু ইসাহাক আলী ওরফে হেলালের নাঈম ফার্মেসী‘র চালে উপর দিয়ে অগ্নিশিখা বের হতে থাকে। স্থানীয় লোকজন টের পেয়ে চিৎকার দিয়ে এগিয়ে আসে এবং আগুন নিভানোর চেষ্টা করে।
খবর পেয়ে দুপচাঁচিয়া ফায়ার সার্ভিস ষ্টেশনের বাহিনী ঘটনার স্থলে আসে। প্রায় এক ঘন্টা চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আনে। তাৎক্ষণিক ভাবে অগ্নিকান্ডের সূত্রপাতের কারণ জানা না গেলেও দোকান মালিক আবু ইসাহাক আলী ওরফে হেলাল জানান, বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে এই অগ্নিকান্ডের সূত্রপাত হতে পারে। আগুনে তার মূল্যবান ওষুধ, আইপিএস, ফ্রিজসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।