উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি : যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি আব্দুল মান্নানকে (৪৫) গ্রেফতার করেছে উল্লাপাড়া মডেল থানা পুলিশ। গত শুক্রবার সকালে উপজেলার পূর্বদেলুয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। প্রায় ১৭ বছর পলাতক ছিলেন তিনি।
উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম জানান, ২০০৮ সালে আব্দুল মান্নান পার্শ্ববর্তী কামারখন্দ উপজেলা এলাকায় ভ্যান ছিনতাইয়ের সময় ভ্যানচালক বাধা দিলে মান্নান তাকে হত্যার পর লাশ গুম করে ভ্যান নিয়ে পালিয়ে যান।
পরে ২০১৮ সালে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত আব্দুল মান্নানকে তার অনুপস্থিতিতে হত্যাকান্ডের জন্য যাবজ্জীবন জেল দেন। একইসাথে তাকে লাশ গুমের জন্য ৭ বছর এবং ভ্যান ছিনতাইয়ের জন্য ৩ বছর কারাদন্ড প্রদান করেন। তাকে গত শুক্রবার বিকেলে সিরাজগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।