বাগজানা (জয়পুরহাট) প্রতিনিধি : জয়পুরহাটের পাঁচবিবিতে ট্রেনে ধাক্কায় মোঃ সেলিম (৩৮) নামের এক যুবক নিহত হয়েছে। আজ সোমবার (১৫ এপ্রিল) দুপুরে পাঁচবিবি রেল স্টেশনে এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবক নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার গোলাহাট গ্রামের জয়নাল আবেদীনের ছেলে।
পাঁচবিবি থানার এসআই সুশান্ত কুমার রায় জানান, রাজশাহীর একটি বিয়ের অনুষ্ঠান থেকে সেলিমসহ বরযাত্রীরা রাজশাহী থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী তিতুমীর এক্সপ্রেস ট্রেনে করে সৈয়দপুর ফিরছিল।
ট্রেনটি পাঁচবিবি স্টেশনে ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনকে ক্রসিং করার জন্য রেলস্টেশনের ১ নম্বর প্লাটফর্মে দাঁড়ালে সেলিম ট্রেন থেকে নেমে পূর্ব পাশে আখের রস খেতে যায়।
এসময় কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের হর্ণের শব্দ শুনে নিজ ট্রেন ছেড়েছে মনে করে লাইন পার হয়ে আসার সময় দ্রুতগতিতে আসা কুড়িগ্রাম এক্সপ্রেসের ইঞ্জিনের সাথে ধাক্কা খেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।